নানা আয়োজনের মধ্যদিয়ে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সাধু আন্তনির স্মরণোৎসব করেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।
শুক্রবার পানজোরা ধর্ম পল্লীতে কালীগঞ্জের নাগরী ধর্মপল্লীর পালকীয় পরিষদ এ উৎসবের আয়োজন করে।
পানজোরা ধর্ম পল্লীর ফাদার আলবিন গমেজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রার্থনা সভা পরিচালনা করেন আর্চ বিশপ প্যাট্রিক ডি রোজারিও।
দুই দফায় অনুষ্ঠিত হয় প্রর্থনা সভা। প্রথম পর্ব চলে সকাল ৭টা থেকে সাড়ে ৮টা এবং দ্বিতীয় পর্ব চলে সকাল ১০টা থেকে চলে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত।
আগত পূণ্যার্থীদের মঙ্গল প্রদীপ প্রজ্বলন এবং গানে গানে অনুষ্ঠান প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরজ চুমকি
আয়োজক কমিটির সদস্য শীতল দি কস্তা জানান, পাদুয়ার সাধু আন্তনি ‘পৃথিবীর সাধু’ হিসেবে পরিচিত। সর্বজন প্রিয় এই সাধু আন্তনি ছিলেন জ্ঞানের আঁধার, মঙ্গল সমাচারের সুদক্ষ প্রচারক, নিঃস্ব অসহায় মানুষের বন্ধু, পাপীর মন পরিবর্তন, রোগীদের সুস্থতাকারী বহুগুণে গুণান্বিত এক মহান সিদ্ধ পুরুষ।
পানজোরাতে অবস্থিত সাধু আন্তনির তীর্থস্থানে আজও জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ তার মাধ্যমে ঈশ্বরের অনুগ্রহ লাভের জন্য আসেন।
কয়েকশ বছর ধরে কালীগঞ্জের পানজোরায় সাধু আন্তনির স্মরণে এই তীর্থোৎসব পালিত হয়ে আসছে বলে তিনি জানান।
সরেজমিনে দেখা যায়, সকালে শীতের হিমেল হাওয়া উপেক্ষা করে হাজার হাজার পূণ্যার্থীর আগমনে অনুষ্ঠানস্থল জনসমুদ্রে পরিণত হয়। খ্রিস্টান ধর্মাবলম্বীদের হলেও উৎসবে অংশ নেয় বিভিন্ন ধর্মের হাজার হাজার নর-নারী।
উৎসবের প্রথম পর্ব সকাল ৭টায় ও দ্বিতীয় পর্ব সকাল ১০টায় আরতি আগমনের মধ্য দিয়ে শুরু হয়। পরস্পর আরতি শুভেচ্ছা বিনিময়ের পর শুরু হয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাণী পাঠ ও উপদেশ।
প্রসাদ বিতরণ শেষে ধন্যবাদ জানিয়ে সমাপণী আশীর্বাদ জ্ঞাপন করেন দ্বিতীয় পর্বের প্রার্থনা পরিচালনাকারী ঢাকার আর্চ বিশপ পেট্রিক ডি রোজারিও।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশ থেকে আগত ফাদার, ব্রাদারসহ উপজেলার ৫টি মিশনের ফাদার ও ব্রাদারগণ।
No comments:
Post a Comment