আজ শেষ নভেনা, কাল সাধু আন্তনির পর্ব - YTV

YTV

Youth Television

Side slider

ads post uper

ads

Thursday, February 2, 2017

demo-image

আজ শেষ নভেনা, কাল সাধু আন্তনির পর্ব

 গাজীপুরের কালীগঞ্জে আগামী কাল পালিত হবে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সাধু আন্তনির তীর্থোৎসব। ‘আজ সকাল ৬ টা  থেকে শুরু হয়েছে নভেনা,প্রায় লাখ লাখ খ্রিস্টভক্ত সমবেত হয়েছে সাধু আন্তনী চত্বরে। 

অনুষ্ঠান কে ঘিরে রয়েছে আইন শৃখংলা বাহিনী। আজকে নভেনার শেষ দিন,আগামীকাল শুরু হতে যাচ্ছে বিশেষ পর্ব।

আগামীকাল প্রথম খ্রিষ্টযাগ শুরু হবে সকাল ৭টায় এবং দ্বিতীয় খ্রিষ্টযাগ শুরু হবে সকাল ১০টায়।  

বিশেষ অতিথি হিসেবে থাকবেন কার্ডিনাল পেট্রিক রোজারিও তিনি  খ্রিষ্টযাগ উৎসর্গ করবেন...বিস্তারিত  আসছে,,,,,,

Post Bottom Ad

Pages


Contact Form

Name

Email *

Message *